ব্যক্তিস্বার্থের সঙ্কীর্ণতায় হারিয়ে যাওয়া দেশ
ছোটোবেলায় আমাদেরই এক বন্ধুর লেখা একটা কবিতা খুব নাড়া দিয়েছিল। কবিতাটায় দুটো লাইন বারবার ঘুরে ফিরে আসে। লাইন দুটো ছিল—‘দেশ কোথায়, বাড়ি কোথায়, দেশের বাড়ি?’ প্রায় চল্লিশ বছর ধরে নিজের ভিতরে এই ‘দেশ’ বিবর্তিত হতে হতে কখন যেন ছিন্নমূল হয়ে গিয়েছে। একটা সময় পূর্বপাকিস্তান থেকে চলে আসা মানুষেরা, তার ওপরে নগরমুখী সভ্যতার প্রবাহে ভেসে আসা …
ব্যক্তিস্বার্থের সঙ্কীর্ণতায় হারিয়ে যাওয়া দেশ Read More »